পুতিনকে চীন সফরের আমন্ত্রণ জানালেন শি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চলতি বছর বেইজিং সফরের আহ্বান জানিয়েছেন মস্কো সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার এই আহ্বান জানানোর কথা জানিয়েছে শি। রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেছেন, গতকাল (সোমবার) আমি প্রেসিডেন্ট পুতিনকে এই বছরের শেষ দিকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে। তৃতীয় ওয়ান বেল্ট, ওয়ান রোড আন্তর্জাতিক ফোরামের বৈঠক চীনে চলতি বছর অনুষ্ঠিত হবে। প্রথম দুটি সম্মেলনে পুতিন উপস্থিত হয়েছিলেন।

শি জিনপিং উল্লেখ করেছেন, ওয়ান বেল্ট, ওয়ান রোড উদ্যোগটি চীন-রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে সব সময়সহযোগিতার সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল।

তিন দিনে রাশিয়া সফরে রয়েছেন শি। সোমবার মস্কো সময় দুপুরে তিনি রাশিয়া পৌঁছান। ওই দিন সন্ধ্যায় পুতিনের সঙ্গে ক্রেমলিনে প্রথম দফা বৈঠক করেন তিনি। পরে মঙ্গলবরাও দুই নেতা বৈঠক করেছেন।