রণাঙ্গনে গিয়ে ‘বীরদের’ পদক দিলেন জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে গত কয়েকমাস ধরেই চরম সংঘর্ষ চলছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর। এমন পরিস্থিতিতেই বুধবার (২২ মার্চ) বাখমুতের ফ্রন্ট লাইনের কাছে গিয়ে সেখানকার সেনাদের সঙ্গে দেখা করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বীরত্বের সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় অবদানে সেনাদের মেডেল প্রদান করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেলেনস্কি একটি সোয়েটশার্ট ও সামরিক খাকি ট্রাউজার পরা ছিলেন। বাখমুতে লড়াই করা যোদ্ধাদের পুরস্কার তুলে দেন নিজ হাতেই।

এ প্রসঙ্গে টেলিগ্রামে জেলেনস্কি জানান, আমাদের বীরদের পুরস্কার দিতে এখানে এসে আমি সম্মানিত হয়েছি। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য করমর্দন করতে এবং সেনাদের পুরস্কার প্রদান করেছি।

সেনাদের মাঝে জেলেনস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়েকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত। বাখমুত দখলের জন্য গত ৬-৭ মাস ধরে ভারী আক্রমণ চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। ইউক্রেন প্রথমদিকে শহরটির কৌশলগত গুরুত্ব খুব বেশি না বলে আসছিল। যদিও পরবর্তীতে গুরুত্ব স্বীকার করেন জেলেনস্কি।