টিকটক, টুইটার, ইনস্টাগ্রামের ‘বিনোদনমূলক’ ব্যবহার নিষিদ্ধ করলো ফ্রান্স

ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা সংশয়ে সরকারি চাকরিজীবীদের ফোনে টিকটক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিনোদনমূলক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। মিনিস্ট্রি অব পাবলিক সেক্টররের ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য সিভিল সার্ভিস শুক্রবার টুইটে নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। এতে বলা হয়, অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মন্ত্রী স্ট্যানিসলাস গুয়েরিনি বলেন, ‘আমাদের প্রশাসন এবং বেসামরিক কর্মচারীদের সাইবার নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের ফোনে টিকটকের মতো বিনোদনমূলক অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে আমাদের বেশ কয়েকটি ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদার চীনা মালিকানাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক ডাউনলোড এবং ইনস্টল করা বা ব্যবহার নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেছে।’

গুয়েরিনি বলেন, ‘বিনোদনমূলক অ্যাপ্লিকেশনগুলোতে সাইবার সুরক্ষা এবং ডেটা সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত না। এ কারণে প্রশাসনের লোকদের জন্য এসব অ্যাপ ব্যবহার করা নিরাপদ না।’

হোয়াইট হাউস, যুক্তরাজ্যের পার্লামেন্ট, ডাচ এবং বেলজিয়াম প্রশাসন, নিউজিল্যান্ডের পার্লামেন্ট, কানাডা, ভারত, পাকিস্তান, তাইওয়ান এবং জর্ডানসহ বিভিন্ন সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিকটক নিষিদ্ধ করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের সব তথ্য নিয়ে নিতে পারে চীন সরকার। সূত্র: আল জাজিরা