X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
মার্কো রুবিও’র সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১৪:১৮আপডেট : ১০ মে ২০২৫, ১৪:১৮

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত যদি আরও চালানো হামলা বন্ধ করে, তাহলে তার দেশ উত্তেজনা হ্রাসের বিষয়টি বিবেচনা করবে। শনিবার পাকিস্তানের জিও নিউজকে ইসহাক দার বলেন, তিনি এই বার্তাটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও পৌঁছে দিয়েছেন। রুবিও দুই ঘণ্টা আগে দিল্লির সাথে কথা বলার পর তাকে ফোন করেছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এর আগে ভারত জানায়, যদি পাকিস্তান প্রতিশোধমূলক আচরণ না করে, তবে তারাও উত্তেজনা না বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দেশই শনিবার একে অপরের ওপর হামলা চালিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।  

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সতর্ক করে বলেন, ‘যদি ভারত কোনও হামলা চালায়, আমাদের পক্ষ থেকে অবশ্যই জবাব আসবে।’

তিনি বলেন, ‘আমরা জবাব দিয়েছি কারণ আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল। যদি তারা এখানেই থামে, আমরাও থামার কথা বিবেচনা করব।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন বলে জানান দার।

ভারত জানায়, শনিবার ভোরে পাকিস্তান পাঞ্জাব রাজ্যের একাধিক বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তারা পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

পাকিস্তান এর আগে জানায়, তারা তিনটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ভারতের ওপর পাল্টা হামলা চালানো হচ্ছে।

ভারতের কর্নেল সোফিয়া কুরেশি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের তিনটি বিমানঘাঁটি, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্কুলকেও লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তানের এই কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে পোনে কথা বলেছেন এবং জোর দিয়ে বলেছেন, ‘উভয় পক্ষের উচিত উত্তেজনা হ্রাস ও ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের উপায় খুঁজে বের করা। তিনি গঠনমূলক আলোচনা সহজতর করার জন্য মার্কিন সমর্থনের প্রস্তাবও দিয়েছেন।

/এস/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি