পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান

বিশ্বব্যাপী খাদ্য মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে কৃষ্ণ সাগর দিয়ে শস্য চুক্তির মেয়াদ বাড়ানোকে ইতিবাচক মনোভাব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শনিবার (২৫ মার্চ) ফোনালাপে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এসময় অবিলম্বে যুদ্ধ শেষ করতে পুতিনের প্রতি আবারও এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

শনিবার তুরস্কের যোগাযোগ অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান চায়। এর গুরুত্ব পুতিনের কাছে তুলে ধরেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফাতানি নিয়ে যে চুক্তি হয়েছে, তা পুনরায় বাড়ানোর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট।

ইউক্রেনের শস্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে গত বছরের ২২ জুলাই ওই চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন। চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য এবং সারও বিশ্ববাজারে পৌঁছানোর কথা বলা হয়েছে। কয়েক দফা বাড়ানো হয়েছে এই চুক্তি।

আঙ্কারার পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, তুরস্ক ও রাশিয়ার সম্পর্ক আরও মজবুতে আলোচনা করেছেন এরদোয়ান-পুতিন। সূত্র: টিআরটি