দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা দাবি করেছে, রবিবারের এই হামলায় তিন ব্যক্তি আহত ও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ড্রোন হামলার বিষয়ে কিয়েভের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলের কিরেইয়েভস্ক শহরে হামলায় জড়িত ছিল একটি টিইউ-১৪১ স্ট্রিজ ড্রোন। ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে রাশিয়ার একটি ইউনিট পদক্ষেপ নেয়। এর ফলে ড্রোনটি দিক নির্দেশনার কমান্ড হারায় এবং কিরেইয়েভস্ক শহরের কাছে ভূপাতিত হয়।

রুশ বার্তা সংস্থা তাস স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, এই ঘটনায় তিন ব্যক্তি আহত হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। পাঁচটি বেসরকারি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাস ঘটনার একটি ছবি প্রকাশ করেছে। তবে ছবির সত্যতা রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অতীতে একাধিকবার ইউক্রেনের বিরুদ্ধে রুশ ভূখণ্ডে ড্রোন হামলার অভিযোগ করেছে রাশিয়া। যেসব শহরে ড্রোন হামলার অভিযোগ করেছে রাশিয়া সেগুলো ইউক্রেন সীমান্ত কয়েকশ’ মাইল দূরে।

এর আগে ২৬ ডিসেম্বর রাশিয়ার সারাতভ শহরে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার ঘটনায় রুশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছিল।

ইউক্রেন রুশ ভূখণ্ডে ড্রোন হামলার কথা অস্বীকার করে আসছে।