রুশ নিয়ন্ত্রিত মেলিতোপলে ইউক্রেনের হামলা

রাশিয়ার দখলকৃত মেলিতোপলে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একটি রেলওয়ে গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ নিয়ে আলোচনার মধ্যেই বুধবার এই হামলা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইন্টারনেটে প্রকাশিত সত্যতা নিশ্চিত না হওয়া ছবিতে দেখা গেছে, মেলিতোপোলের রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য।

নির্বাসনে থাকা শহরটির ইউক্রেনীয় মেয়র নিশ্চিত করেছেন সেখানে বিস্ফোরণ হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস মস্কো মনোনীত কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, একটি রেলওয়ে গুদাম ধ্বংস হয়েছে এবং কাছের শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দক্ষিণে মেলিতোপোল অবস্থিত। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ সেনাদের রেলওয়ে সরঞ্জাম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে মেলিতোপল। শহরটির কিছু অংশ রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযুক্ত।

হামলায় ইউক্রেন কোন ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা সম্পর্কে প্রকাশ্যে কোনও তথ্য পাওয়া যায়নি। শহরটির যে স্থানে হামলা হয়েছে তা ইউক্রেনের কাছে থাকা মার্কিন হিমার্স রকেটের আওতার বাইরে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আকাশ থেকে নিক্ষেপযোগ্য জেডিএএম বোমা ও ভূমি থেকে উৎক্ষেপণ যোগ্য জিএলএসডিবি অস্ত্রের এমন দূরত্বে আঘাতের সক্ষমতা রয়েছে।

মঙ্গলবার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনে একটি জিএলএসডিবি ভূপাতিত করেছে। চলমান যুদ্ধে এই প্রথম এমন দাবি করলো মস্কো।