‘এখনও বেঁচে আছি’, হাসপাতাল ছেড়ে পোপ

রোমের হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ। হাসপাতাল ছাড়ার সময় কিছুটা রসিকতার কণ্ঠে বলেন, আমি এখনও বেঁচে আছি।

গত বুধবার (২৬ মার্চ) ধর্মযাজক পোপ ফ্রান্সিসের শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্বাসকষ্ট নিয়ে তিনি গত বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা- নিরীক্ষার পর ব্রঙ্কাইটিস ধরা পড়ে।

হাসপাতাল থেকে বেরিয়ে ৮৬ বছর বয়সী পোপ সাংবাদিকদের বলেন, ‘আমি ভীত ছিলাম না, এখনও বেঁচে আছি।’

এসময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। এরপর ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন তিনি।

১৯৩৬ সালে বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ২১ বছর বয়সে ডান পাশে ফুসফুস হারান। এছাড়া হিপের সমস্যায় ভুগে থাকেন তিনি। ২০১৪ সালে পাকস্থলীর ব্যাথায় ভুগে বেশ কয়েকটি কর্মসূচি বাতিল করতে বাধ্য হন তিনি।