মুদ্রাস্ফীতিতে নাকাল পর্তুগাল, রাজধানী লিসবনে বিক্ষোভ

মুদ্রাস্ফীতির কারণে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। বর্তমানে দেশটির মুদ্রাস্ফীতির হার ৮ দশমিক ২ শতাংশ ছাড়িয়েছে। এই অবস্থায় আবাসন নিয়ে চরম দুর্ভোগ আছেন পর্তুগালবাসী। আর সইতে না পেরে শনিবার (১ এপ্রিল) রাজধানী লিসবনে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। 

রয়টার্সের খবরে বলা হয়, উচ্চ মূদ্রাস্ফীতির কারণে লিসবন শহরে বসবাস করা দারুণ কষ্টসাধ্য হয়ে উঠেছে। বাসস্থানের মত মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে লিসবনবাসীরা। শুধু গত বছরেই দেশটিতে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় ৩৭ শতাংশ; যা প্যারিস কিংবা বার্সেলোনার মতো ব্যয়বহুল শহরের চেয়েও বেশি।

দেশটিতে এক কক্ষের একটি সাধারণ বাড়ির ভাড়া প্রায় ১ হাজার ৩৫০ ইউরো। অথচ দেশটির ৫০ শতাংশেরও বেশি জনগণের মাসিক আয় ১ হাজার ইউরোর চেয়েও কম। দেশটির শ্রমিকদের সর্বনিম্ন মাসিক আয় ৭৬০ ইউরো।

লিসবনে আন্দোলনরত রিতা সিলভা বলেন, ‘বর্তমানে মারাত্মক আবাসন সংকট রয়েছে। এমন অবস্থায় বিক্ষোভ জরুরি ছিল।’   

‘বসবাসের জন্য বাড়ি চাই’ আন্দোলনের আয়োজক ও সর্বোপরি দেশটির তরুণ সমাজ আন্দোলনের জন্য রাস্তায় নামে। ৩৫ বছর বয়সী দিয়োগো গুয়েরা বলেন, ‘এখানে কর্মজীবী মানুষরাও গৃহহীন। পর্যটকদের মতো কিছুদিনের জন্য বাসা ভাড়া নিয়েও কুলাতে পারছে না মানুষ।’

লিসবনের বাসিন্দা ইতালীয় একটি কোম্পানির কর্মী নান্সিও রেঞ্জি বলেন, ‘তুলনামূলক বেশি আয় করেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারি না। অতিরিক্ত ব্যায়বহুল।’ সূত্র: রয়টার্স