জাপোরিজ্জিয়াতে ৪৫ মাইল দীর্ঘ পরিখা খনন করছে রাশিয়া

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে ৪৫ মাইল দীর্ঘ প্রতিরক্ষামূলক পরিখা খনন করছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যম সেন্টার ফর জার্নালিস্টিক ইনভেস্টিগেশন প্রকাশিত এক স্যাটেলাইট ছবিতে পরিখা খননের বিষয়টির ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

স্যাটেলাইট ছবিগুলো শুক্রবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিজ্জিয়াতে দখলদার রুশবাহিনী বিস্তৃত ভূমিতে পরিখা খনন করছে।

ইউক্রেনে আক্রমণের শুরুর দিকেই জাপোরিজ্জিয়া অঞ্চলের বেশ কিছু ভূখণ্ড দখল করে রুশ বাহিনী। তবে জাপোরিজ্জিয়ার আঞ্চলিক রাজধানীর নিয়ন্ত্রণ এখনও ধরে রেখেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

নিউজউইকের খবরে বলা হয়েছে, মেলিতোপলের কাছ থেকে এই পরিখা শুরু হয়েছে এবং অনুভূমিক রেখা ধরে পশ্চিম দিকে মারিনিভকা গ্রাম পর্যন্ত পৌঁছেছে। এই গ্রামটি প্রাইমোরস্কি জেলায় অবস্থিত। এই পরিখা প্রায় ৪৫ মাইল দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম সেন্টার ফর জার্নালিস্টিক ইনভেস্টিগেশন বলেছে, ইউরোপীয় ইউনিয়নের কপারনিকাস আর্থ পর্যবেক্ষণ কর্মসূচির সেন্টিনেল-২ স্যাটেলাইট এসব ছবি তুলেছে। ছবিগুলো পর্যালোচনায় জানা গেছে, সেপ্টেম্বর থেকে এই প্রতিরক্ষামূলক পরিখা খনন শুরু করে রাশিয়া।

শনিবার আরেকটি ইউক্রেনীয় সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট পরিখার কয়েকটি ছবি টুইটারে প্রকাশ করেছে। 

সেন্টার ফর জার্নালিস্টিক ইনভেস্টিগেশনের দাবি, মধ্য এশিয়া থেকে নিয়ে আসা অভিবাসীদের জোর করে এসব পরিখা খননের কাজে লাগাচ্ছে রাশিয়া। এদের মজুরি দিচ্ছে রুশ ব্যবসায়ীরা।

নিউজউইকের পক্ষ থেকে স্বাধীনভাবে এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

যুদ্ধের শুরুর দিক বাদে জাপোরিজ্জিয়াতে খুব বেশি সংঘর্ষ হয়নি। তবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট শনিবার লিখেছে, বেশ কয়েকজন সামরিক বিশ্লেষক মনে করছেন আগামী মাসগুলো ইউক্রেন বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করতে পারে ইউক্রেন।

গত বছর সেপ্টেম্বরে ইউক্রেনের দখলকৃত যে চারটি অঞ্চলকে রাশিয়া একতরফাভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করেছে জাপোরিজ্জিয়া সেগুলোর একটি। রাশিয়া এই অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

/এএ/