সচেতনতা তৈরিতে সাড়ে ৬ লাখ সিগারেটের ফিল্টার জড়ো করলো পরিবেশকর্মীরা

প্রায় ৬ লাখ ৫০ হাজার সিগারেটের ফিল্টার সংগ্রহ করে পর্তুগালের রাজধানী লিসবনে জমা করেছেন পরিবেশকর্মীরা। তাদের ভাষ্য, এগুলো কখনও পচনশীল না হওয়ায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এ বিষয়ে জনসাধারণকে সচেতনতা সৃষ্টি করতেই এমন উদ্যোগ।

জার্মান পরিবেশকর্মী আন্দ্রেয়াস নো এ বলেন, ‘সিগারেটের ফিল্টারগুলোর প্রধান সমস্যা হলো এগুলো পচে না, এটি এক ধরনের প্ল্যাস্টিক। আরও উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, এতে বিষাক্ত পদার্থ, ভারী ধাতু এবং রাসায়নিক রয়েছে।’

লিসবনের ঐতিহাসিক প্রাকা দো কমেরওসিওর উন্মুক্ত স্থানে সিগারেটের ফিল্টারগুলো জমা করেন পরিবেশকর্মী আন্দ্রেয়াস নো। সিগারেট খেয়ে ফেলা দেওয়া ফিল্টার মাত্র এক সপ্তাহে লিসবনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়।

তিনি আরও বলেন, এসব ফিল্টার প্লাস্টিকের চেয়েও ক্ষতিকর, প্রচুর টক্সিন থাকে। বৃষ্টির সময় ফিল্টার থেকে বিষ বেরিয়ে চলে যাচ্ছে রাস্তায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমরা তাগুস নদীর পাশে বাস করি। এসব বিষাক্ত উপাদন সরাসরি সাগরে চলে যাচ্ছে।

বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বব্যাপী ৪ দশমিক ৫ ট্রিলিয়ন সিগারেটের ফিল্টার জমা হচ্ছে বিভিন্ন জায়গায়।  সূত্র: এএফপি