বাখমুতে ‘প্রথম সাফল্যের’ দাবি ইউক্রেনীয় কমান্ডারের

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে প্রথম সাফল্যের দাবি করেছে কিয়েভের সেনাবাহিনী। দেশটির শীর্ষ কমান্ডার কর্নেল জেনালের ওলেক্সান্ডার সিরস্কি জানান, আক্রমণে বড় ধরনের সফলতা পেয়েছে সেনারা। এক প্রতিবেদনে সোমবার (৫ মে) এ খবর জানিয়েছে আল জাজিরা।

টেলিগ্রাম অ্যাপে এক বিবৃতিতে কমান্ডার সিরস্কি বলেন, গত কয়েকদিন আমরা দেখিয়েছে, কঠিন পরিস্থিতিতেও কীভাবে এগিয়ে যেতে হয়। আমরা শত্রুদের শেষ করে দিতে পারি। শত্রুর চেয়ে তুলনামূলক কম সামরিক সরঞ্জাম নিয়েই লড়াই করছি। তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছি। 

তবে বাখমুতে রুশ বাহিনীর বিরুদ্ধে এই জয়কে আংশিক সাফল্য হিসেবে বিবেচনা করা উচিত বলে সতর্ক করেন তিনি।

হামলায় রুশ সেনা প্রাণ হারিয়েছেন কিনা এ বিষয়ে কোনও তথ্য দেননি তিনি। তার এমন দাবি নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাখমুত রক্ষায় গত কয়েক সপ্তাহ ধরে পাল্টা আক্রমণের প্রস্তুতির কথা বলে আসছিল কিয়েভ। এর মধ্যেই প্রথম সাফল্যের খবর এলো।