আটলান্টিকে নৌকা ডুবে ৩০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

স্পেনের স্বায়ত্তশাসিত ক্যানারি দ্বীপপুঞ্জে একটি নৌকা ডুবে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। নৌকাটি আটলান্টিক সাগরে ডুবে গেছে বলে জানিয়েছে দুটি দাতব্য সংস্থা। বৃহস্পতিবার (২২ জুন) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুধবার গ্রান ক্যানারিয়ার ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব সমুদ্রে নৌকাটি ডুবে যায়। শরণার্থীদের ওপর নজর রাখে এমন দুইটি দাতব্য ‘ওয়ার্কিং বর্ডারস’ এবং ‘অ্যালার্ম ফোন’ ওই নৌকায় প্রায় ৬০ জন আরোহী ছিল বলে জানিয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আটলান্টিক সাগর থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে। নৌকাতে কতজন আরোহী ছিলেন এ বিষয়ে তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা।

গত সপ্তাহে গ্রিসের উপকূলে একটি নৌকাডুবে শতাধিক শরণার্থী প্রাণ হারান। এ ঘটনার শোক না কাটিয়ে উঠতেই ফের এমন ঘটনা। এ নিয়ে ইউরোপীয় দেশগুলো অভিবাসন ইস্যুতে আবারও প্রশ্নের মুখে।

উন্নত জীবনের আশায় সাগর পথে অবৈধভাবে ঝুঁকি নিয়ে আফ্রিকার পাশাপাশি এশিয়ার অঞ্চলের মানুষ ইউরোপে প্রবেশের চেষ্টা চালাতে গিয়ে প্রাণহানি ঘটছে।