পরিস্থিতি খুব কঠিন: মস্কোর মেয়র

রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, পরিস্থিতি খুব কঠিন। শহরের কয়েকটি সড়ক বা এলাকায় যান চলাচল বন্ধ করা হতে পারে। শনিবার রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধার মস্কো অভিমুখে রওনা দেওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে এই মন্তব্য করলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সের্গেই সোবিয়ানিন বলেছেন, মস্কোতে একটি সন্ত্রাস দমন অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার সরকারি কার্যক্রম বন্ধ থাকবে যাতে করে ঝুঁকি কমানো যায়।

মস্কোবাসীকে যতটা সম্ভব কম যাতায়াত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বরেছেন, শহরের পরিষেবাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ইয়েভজেনি প্রিগোজিনের ওয়াগনার গ্রুপের যোদ্ধারা মস্কোর দিকে অগ্রসর হচ্ছে। এর আগে শুক্রবার রাতে ওয়াগনার প্রধান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে উৎখাতের ডাক দিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। পরে তাদের বিদ্রোহী আখ্যা দিয়ে গ্রেফতারের আহ্বান জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রিগোজিনকে বিশ্বাসঘাতক উল্লেখ করে ওয়াগনার যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ সংবাদমাধ্যম ভেদোমস্তি প্রকাশিত ছবিতে দেখা গেছে, যুদ্ধের স্বয়ংক্রিয় অস্ত্র ও সরঞ্জামসহ রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যরা দক্ষিণাঞ্চলের সঙ্গে মস্কোর সংযোগকারী স্থানে অবস্থান নিচ্ছে।

এর আগে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছিলেন, তার যোদ্ধারা রোস্তভ-অন-ডন শহরটির সেনা সদর দফতর নিয়ন্ত্রণে নিয়েছে। রোস্তভ-অন-ডন শহর থেকে মস্কোর দিকে অগ্রসর হওয়া ওয়াগনার বাহিনীকে সর্বশেষ মস্কো থেকে ৪০০ কিলোমিটার দূরে লিপেতস্ক অঞ্চলে শনাক্ত করার খবর পাওয়া গিয়েছিল।