ওয়াগনার ও রুশ বাহিনীর সেনা সংখ্যা কত?

ওয়াগনার গ্রুপ একটি বেসরকারি ভাড়াটে বাহিনী। ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করছে ইয়েভজেনি প্রিগোজিনের মালিকানাধীন বাহিনীটি।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহ ঘোষণা করেছেন। রাশিয়ার উত্তরাঞ্চল থেকে রাজধানী মস্কোর দিকে অগ্রসর হচ্ছে তার বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার প্রিগোজিন দাবি করেছেন তার বাহিনীর যোদ্ধার সংখ্যা প্রায় ২৫ হাজার।

এর আগে জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করেছিল, ওয়াগনার গ্রুপ প্রায় ৫০ হাজার সেনার নেতৃত্ব দিচ্ছে। তবে ইউক্রেনে চলমান যুদ্ধে তাদের ২০ হাজার যোদ্ধা নিহত হয়ে থাকতে পারেন।  

বিপরীতে রাশিয়ার সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৮ লাখ বলে ধারণা করা হয়। এক সময় রুশ সেনাবাহিনীর সেনা সংখ্যা দশ লাখের বেশি ছিল। তবে ইউক্রেন যুদ্ধে দেশটি অন্তত ২ লাখ ২০ সেনা হারিয়েছে বলে ধারনা করা হয়।

এছাড়া রাশিয়ার রিজার্ভ সেনাদের সংখ্যা আড়াই লাখ বলে মনে করা হয়।