ওয়াগনারের বিদ্রোহে রাশিয়ার ‘দুর্বলতা’ ফুটে উঠেছে: জেলেনস্কি

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহের মাধ্যমে ‘রুশ সরকারের মূর্খতা’ ও ‘দুর্বলতা’ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৪ জুন) এমন মন্তব্য করেন তিনি। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছেন প্রিগোজিন।

টুইটার বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণেই এমন বিশৃঙ্খলায় আচ্ছন্ন হয়েছে মস্কো। তিনি বলেন, ‘মন্দ পথ বেছে নেওয়ার অর্থ হলো নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। হাজার হাজার মানুষকে যুদ্ধে ঠেলে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন তাদের হাত থেকেই নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন, যাদের হাতে তিনি নিজেই অস্ত্র তুলে দিয়েছেন।’

এত দিন রাশিয়ার হয়ে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যুদ্ধ করলেও এবার রুশ সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে ওয়াগনার গোষ্ঠী। যেই ভাড়াটে যোদ্ধারা কয়েকদিন আগেও মস্কোর হয়ে লড়াই করে বাখমুতকে রাশিয়ার হাতে তুলে দিলো, সেই দলের প্রধান প্রিগোজিনকে এবার ‘বিদ্রোহী’ হিসেবে অভিযুক্ত করেছে ক্রেমলিন।

পুতিনের সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রিগোজিন। তার দাবি, ওয়াগনারেরএকটি ক্যাম্পে রকেট হামলা চালিয়ে অনেক যোদ্ধাকে হত্যা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তার এমন দাবি পুরোপুরি অস্বীকার করেছে পুতিন প্রশাসন।

সূত্র: সিএনএন