জলবায়ু সংকট মোকাবিলা

আরও ২০০ বিলিয়ন ডলারের ঋণ তহবিলের প্রতিশ্রুতি

জলবায়ু সংকট মোকাবিলায় স্বল্প আয়ের দেশগুলোকে সহযোগিতার জন্য বিশ্ব ব্যাংকসহ কয়েকটি উন্নয়ন ব্যাংক অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার ঋণ দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দরিদ্র দেশগুলোতে জলবায়ু পরিবর্তন ও করোনা পরবর্তী ঋণের বোঝা কমাতে শুক্রবার (২৩ জুন) প্যারিস সম্মেলনে এমন প্রতিশ্রুতি পাওয়া গেছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ধনী দেশগুলোকে আরও বেশি অর্থ দিতে হবে।

সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, ‘আগামী ১০ বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার সামগ্রিক ক্ষমতা ২০০ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে বলে আশাবাদী আমরা।’

তবে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের বৈশ্বিক রাজনৈতিক কৌশলের প্রধান হারজিৎ সিং বলছেন, জলবায়ু সংকট মোকাবিলায় এমন পদক্ষেপের জন্য স্থায়ী আর্থিক সংস্থান প্রয়োজন। কিন্তু বিশ্ব ব্যাংক, আইএমএফ ও অন্যান্য উন্নয়ন ব্যাংকগুলো বেসরকারি বিনিয়োগের দিকে বেশি ঝুঁকে পড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না তিনি।

উন্নয়নশীল দেশগুলোকেও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ১০০ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা।

অবশ্য দুই দিনের এই সম্মেলনে অনেক প্রতিনিধিই বলেছেন, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে এমন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযোগী করে তুলতে সংস্কারের প্রয়োজন।

সূত্র: রয়টার্স