ওয়াগনার প্রধান বেলারুশে: প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভজেনি প্রিগোজিন এখন বেলারুশে অবস্থান করছেন। দেশটির প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেঙ্কোর বরাতে মঙ্গলবার (২৭ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ খবর জানিছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেল্টা। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি মিনস্ক।

এদিকে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রিগোজিনের ওপর নজর রাখছেন বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তিনি বলেছেন, তার নেতৃত্বে রাশিয়ায় ওয়াগনার বাহিনী যে ঘটনা ঘটিয়েছে বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন।

তার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (আরআইএ) জানায়, বিদ্রোহের তিনদিন পর বেলারুশের উদ্দেশে রাশিয়া ছাড়ে ওয়াগনার প্রধান প্রিগোজিনকে বহনকারী একটি উড়োজাহাজ। শনিবার রাশিয়ায় সশস্ত্র বিদ্রোহের পর তিনি জানিয়েছিলেন, বেলারুশে যাচ্ছেন।

ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, মঙ্গলবার (২৭ জুন) ০২৩২ জিএমটিতে এমব্রিয়ার লিগ্যাসি ৬০০ জেট বিমানটি রাশিয়ার রোস্তভ থেকে বেলারুশের উদ্দেশে ছেড়ে যায়। ০৪২০ জিএমটিতে রাজধানী মিনস্কের কাছে অবতরণের প্রস্তুতি নিতে দেখা যায় ওই বিমানটিকে।