দক্ষিণে অগ্রগতির দাবি ইউক্রেনের, লড়াইয়ের জানান দিলেন কাদিরভ

ডনেস্কের বাখমুতের দক্ষিণ ও কুপিয়ানস্ক শহরের আশপাশে আরও অগ্রসরের দাবি করেছে ইউক্রেনের সামরিক নেতারা। এই জায়গাগুলো সম্প্রতি রাশিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা ব্যাকফুটে কিয়েভ। প্রথমে ধীরে বাখমুতের দিকে এগোতে থাকলেও এখন পাল্টা আক্রমণে গতি কয়েকগুণ বেড়েছে বলে দাবি জেলেনস্কির প্রশাসনের।

হারানো অঞ্চল পুনরুদ্ধারে প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ইউক্রেনের সামরিক নেতারা প্রথমে আওয়াজ দিয়ে আসলেও ময়দানে খুব একটা সাফল্য দেখা যাচ্ছিল না। প্রতীক্ষিত পাল্টা আক্রমণে ধীরগতির নিয়েও প্রশ্ন ওঠে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার রবিবার (৯ জুলাই) টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘বাখমুত সেক্টরে শত্রুরা প্রতিরক্ষামূলক অবস্থানে এখন। দক্ষিণে আমাদের সেনারা নির্দিষ্ট অগ্রগতি লাভ করেছে।’

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ছে ইউক্রেন, ছবি: এপি

এদিকে মস্কোর দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক মাস লড়াইয়ের পর মে'তে ভাড়াটে ওয়াগনার বাহিনী কর্তৃক দখলকৃত শহর বাখমুতের বাইরের এলাকায় ব্যাপক লড়াই হচ্ছে। পুতিনের ঘনিষ্ঠ চেচেন নেতা রমজান কাদিরভ দাবি করেছেন, তার সশস্ত্র বাহিনীর একটি ইউনিট ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

ওয়াগনারের বিদ্রোহের পর ধারণা করা হচ্ছিল, কাদিরভের বাহিনীর একাংশ ইউক্রেন যুদ্ধে নামানো হতে পারে। তবে এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে করেনি।

রমজান কাদিরভ

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের ৫০০ দিনে অতিবাহিত। অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে ইউক্রেন দক্ষিণ-পশ্চিমের দিকে এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বাখমুতের আশপাশের এলাকা কব্জায় আনতে রুশ অবস্থানে দফায় দফায় আক্রমণ চলছে জেলেনস্কির যোদ্ধাদের।

চেচেন নেতা কাদিরভ টেলিগ্রামে লিখেছেন, তার আখমত ইউনিট বাখমুতে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে।

তবে ইউক্রেন যুদ্ধের ময়দানে কাদিরভের বাহিনীর উপস্থিতি কতটা সত্য, এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সূত্র: রয়টার্স