ইঙ্গ-মার্কিন সম্পর্ক ভাঙবে না: বাইডেন

যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাঙবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে বাইডেন ও সুনাক বৈঠক করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডাউনিং স্ট্রিটের এই বাসভবনে বাইডেনের এটিই প্রথম সফর। লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপ সফরের অংশ হিসেবে তিনি লন্ডনে অবস্থান করছেন। সুনাকের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানানোর পর কৌতুক করে বাইডেন বলেন, ‘ফিরে এসে ভালো লাগছে।’

তিনি বলেন, ‘আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে। আমরা মনে হয় আমরা ভালো করছি। আমরা ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের সম্পর্ক ভাঙবে না।’

তাদের আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানোর মার্কিন সিদ্ধান্ত ঘোষণার পর দুই নেতার এটিই প্রথম বৈঠক। যে ১২৩টি দেশ এই বোমার ব্যবহার ও উৎপাদন নিষিদ্ধ করার কনভেনশনে স্বাক্ষর করেছে, যুক্তরাজ্য সেগুলোর একটি। তবে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া এতে স্বাক্ষর করেনি।