সুদানে দুপক্ষের ভারী লড়াই, নিহত ১৬ জন

গত এপ্রিলের মাঝামাঝিতে সুদানে শুরু হওয়া সংঘাত থামার কোনও ইঙ্গিত নেই। দেশটির সেনাবাহিনী ও র‍্যাপিট সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে তীব্র লড়াইয়ে প্রতিদিনই প্রাণ ঝরছে বেসামরিক মানুষের। এর মধ্যে দারফুর অঞ্চলে দুইপক্ষের লড়াইয়ে শনিবার (২২ জুলাই) আরও ১৬ জন নিহত হন।

দারফুরের স্থানীয় আইনজীবী ইউনিয়ন জানিয়েছে, দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নিয়ালা শহরে এই ঘটনাটি ঘটেছে। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, লড়াইয়ের কারণে একটি পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ ১৬ বেসামরিক নাগরিক নিহত হন। ওই পরিবারের আরও এক সদস্য আহত হয়েছেন।

পশ্চিম দারফুরেও বেসামরিকরা স্নাইপারদের হামলা থেকে বাদ যাচ্ছে না। ফলে সীমান্ত পেরিয়ে এল জেনিনাসহ চাদের দিকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ।

ক্ষমতার লড়াইয়ে গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে ভয়াবহ রকমের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ট্যাংক, যুদ্ধবিমান নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। এ অবস্থায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে।

সংকট নিরসনে সেনা ও আরএসএফের শীর্ষপর্যয়ের প্রতিনিধিরা কয়েক দফা শান্তি আলোচনায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু কোনও পক্ষই তা শেষ পর্যন্ত রক্ষা করেনি। ফলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। সূত্র: আল জাজিরা