অবৈধ অভিবাসীরা সব দেশের জন্য ক্ষতিকর: মেলোনি

ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলোর ক্ষতি করছে অবৈধ অভিবাসীরা। শনিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই মন্তব্য করেছেন। একই সঙ্গে মানবপাচারকারীদের বিরুদ্ধে সব দেশকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জর্জিয়া মেলোনি বলেন, এই অবৈধ অভিবাসীরা আমাদের প্রত্যেকের ক্ষতি করছে। এদের কাছ থেকে আমরা কেউই লাভবান হচ্ছি না। এরা অল্প সময়ে টাকা-পয়সার মালিক হয়। তারপর সেগুলো ব্যবহার করে সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

কিন্তু অভিবাসীদের বিরুদ্ধে মেলোনির আগের অবস্থান এমন কঠোর ছিল না। কিছু দিন আগে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেছিলেন, বৈধভাবে আরও অভিবাসী নিচ্ছে তার সরকার। ইউরোপ ও ইতালির অভিবাসী প্রয়োজন।

তবে তিনি আরও বলেছিলেন, অবৈধ অভিবাসীদের বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়া বন্ধ করতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এই মাসের শুরুতে ৪ লাখ ৫২ হাজার নতুন কাজের ভিসা দেওয়ার ঘোষণা দেয় ইতালি। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইউরোপের বাইরে থেকে কর্মী নেবে তারা। ইতালির ভিসা অনুমোদনের হার প্রতি বছরই বাড়ছে। ২০২৫ সালে তা বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার হয়েছে। করোনা মহামারির আগে এই সংখ্যা ছিল ৩০ হাজার ৮৫০।

গত বছর ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসী ও মানবপাচারকারীর বিরুদ্ধে সোচ্চার মেলোনি। তিনি ইউরোপের অন্যন্যা দেশগুলোকে এক সঙ্গে কাজ করার আহ্বান করে যাচ্ছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৩ হাজার অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। ২০২২ সালে যা ছিল ৩৪ হাজার।