নেদারল্যান্ডস থেকে রেকর্ড সংখ্যক এফ-১৬ পাচ্ছে কিয়েভ

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশকে ৪২টি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দেবে মিত্র নেদারল্যান্ডস। দেশটি সফর শেষে সামাজিক মাধ্যম এক্স-এ (টুইটার) জানান তিনি। 

তিনি লিখেছেন, ‘এই যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তে আমি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে, তার প্রশাসন এবং দেশটির জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

অবশ্য এ বিষয়ে ডাচ প্রধানমন্ত্রী রবিবার বলেছিলেন, নেদারল্যান্ডসের বিমানবাহিনীর কাছে ৪২টি এফ-১৬ রয়েছে। কিয়েভকে কতগুলো দেওয়া যেতে পারে এ নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যুদ্ধবিমানের বিষয়ে ডেনমার্ক ও নেদারল্যান্ডস সফরে গিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গ সাক্ষাৎ করেছেন জেলেনস্কি।

 

 

এদিকে ডেনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা জানি আপনাদের আরও বেশি প্রয়োজন। আমরা ঘোষণা দিচ্ছি, ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেবো। এ বছরের শেষ নাগাদ ৬টি, ৮টি পরের বছর এবং বাকি পাঁচটি ২০২৫ সালে সরবরাহ করা হবে।’ 

নেদারল্যান্ডসের এফ-১৬ যুদ্ধবিমান, ছবি: এপি

যুক্তরাষ্ট্রের তৈরি ‘এফ-১৬ ফাইটিং ফ্যালকন’ যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয় এখনও। ১৯৭০ দশকে এই বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি হয়। এখন পর্যন্ত প্রায় ৪ হাজারের মত এফ-১৬ তৈরি করা হয়েছে।

লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত ও আকাশে শত্রুপক্ষের বিমান ধ্বংস করায় পারদর্শিতার কারণে পাইলটদের ব্যাপক জনপ্রিয় এফ-১৬।

সূত্র: সিএনএন