গ্রিক দ্বীপে অভিবাসী নৌকাডুবির ঘটনায় ৪ মৃত্যু, উদ্ধার ১৮

তুরস্কের উপকূলের কাছে গ্রীক দ্বীপ লেসবোসের উত্তর-পূর্বে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৮ জনকে।

তুর্কি কোস্টগার্ড সোমবার বিবৃতিতে জানায়, এজিয়ান সাগরে একটি টহল জাহাজ ২২ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে চারজন মারা গেছে। জীবিতদের মাইটিলিন দ্বীপের প্রধান বন্দরে নেওয়া হয়েছে।

উদ্ধারকৃতদের জাতীয়তা বা অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ায় সংঘাত- দারিদ্র্য এড়ানোর পাশাপাশি উন্নত জীবনের আশায় কয়েক দশক ধরে ইউরোপে প্রবেশের প্রধান রুট গ্রিস।

জাতিসংঘের হিসাবে, চলতি বছরের এ পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ স্থল ও সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছে। আর ২০২২ সালে গ্রিসে এসেছিল ১৯ হাজার অভিবাসন প্রত্যাশী।

সূত্র: এপি