কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বসতি পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

রাশিয়ার দখলকৃত দক্ষিণ-পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বসতি পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সোমবার দেশটির সেনাবাহিনী বলেছে, তারা রবোটাইন বসতি মুক্ত করেছে এবং রুশবাহিনীর বিরুদ্ধে আরও দক্ষিণে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী গত সপ্তাহে বলেছিল, তাদের বাহিনী কৌশলগত বসতিতে জাতীয় পতাকা উত্তোলন করেছে। কিন্তু এখনও অভিযান চলছে।

রবোটাইনে সেনাদের নেতৃত্ব দেওয়া একজন কমান্ডার গত সপ্তাহে বলেছিলেন,  ইউক্রেনীয় বাহিনী মনে করে, দক্ষিণে রাশিয়ার প্রতিরক্ষার সবচেয়ে কঠিন লাইন তারা ভেঙ্গেছে এবং তারা এখন আরও দ্রুত অগ্রসর হতে শুরু করবে।

উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারকে সামরিক বাহিনী উদ্ধৃত করে বলেছে, রবোটাইনকে মুক্ত করা হয়েছে।

রবোটাইন বসতিটি জাপোরিজ্জিয়া অঞ্চলের ওরিখিভ থেকে ১০ কিমি দক্ষিণে এবং টোকমাকের পথে একটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত। রাশিয়ার দখলে টোকমাক একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল কেন্দ্র।

টোকমাক পুনরুদ্ধার করতে পারা হবে  ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে  আক্রমণ করা রুশবাহিনীকে তারা হটিয়ে আজভ সাগর পর্যন্ত পৌঁছাতে চায়। এই লক্ষ্য অর্জনে সফল হলে তারা রুশ বাহিনীকে বিভক্ত করতে পারবে।

উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেনীয় সেনারা এখন দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

রবোটাইন পুনরুদ্ধারে ইউক্রেনের সাফল্য নিশ্চিত করেনি রাশিয়া। ইউক্রেনের সামরিক কৌশল নিয়ে ন্যাটোর সামরিক প্রধান ও ইউক্রেনীয় শীর্ষ জেনারেলের বৈঠকের খবরের পর এই সাফল্যের কথা সামনে আসলো।