সীমান্তবর্তী ইউক্রেনীয় বন্দরে রুশ হামলা নিয়ে যা বললো রোমানিয়া

রোমানিয়া সীমান্তবর্তী ইউক্রেনের ওডেসা অঞ্চলের দানিউব নদী বন্দর অবকাঠামোয় তিন ঘণ্টা ড্রোন হামলা চালায় রাশিয়া। ড্রোন রোমানিয়া ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দাবি করেছে কিয়েভ। কিন্তু সোমবার তা প্রত্যাখ্যান করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

পশ্চিমা সামিরক জোট ন্যাটোর সদস্য রোমানিয়া। গতকাল ইউক্রেনের বন্দরনগরীতে ড্রোন দিয়ে তীব্র আক্রমণ চালায় রুশ বাহিনী। ইউক্রেন প্রতিহত করলে রোমানিয়ায় বিধ্বস্ত হয়।

এ ঘটনায় রোমানিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। জবাবে দেশটির মুখপাত্র বিবৃতিতে বলেছেন, 'ইউক্রেনীয় বন্দরে হামলা সরাসরি সামরিক হুমকি সৃষ্টি করেনি।' ইউক্রেনে ধারাবাহিক রুশ হামলার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে।

 

ইউক্রেনীয় বিমানবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানায়,  আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ইরানের তৈরি শাহেদ ড্রোনের মধ্যে ২২টি ভূপাতিত করেছে। দানিউবের বেসামরিক অবকাঠামোতে হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হন।