শস্য চুক্তিতে ফিরতে আলোচনায় প্রস্তুত রাশিয়া: এরদোয়ানকে পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,  কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। সোমবার রাশিয়ার সোচিতে দুই নেতার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে  তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের শস্য রফতানি ও বিশ্বের খাদ্য সংকট লাঘব করতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত বছর এই চুক্তি স্বাক্ষর হয়। চলতি বছর জুলাই মাসে চুক্তিটি পুনরায় নবায়ন  করতে অস্বীকৃতি জানিয়ে মস্কো নিজেকে প্রত্যাহার করে।

এরদোয়ানকে পুতিন বলেছেন, তুরস্কে প্রাকৃতিক গ্যাসকেন্দ্র স্থাপনের আলোচনার বিষয়টি চূড়ান্ত করার প্রত্যাশা করছেন  তিনি এবং শস্য চুক্তি  নিয়েও আলোচনা হবে।

পুতিন বলেন, আমি জানি  আপনি শস্য চুক্তির বিষয়টি তুলে ধরতে চান। এই প্রশ্নে আমরা আলোচনার জন্য উন্মুক্ত।

পুতিনকে এরদোয়ান বলেছেন, শস্য করিডোর বিষয়ে জানতে বিশ্ব অপেক্ষা করছে। আমাদের আজকের বৈঠকের ফল কী হবে তা জানতে সবাই উন্মুখ। আমি মনে করি বৈঠকের শেষ সংবাদ সম্মেলন আফ্রিকার দেশসহ পুরো বিশ্বের জন্য একটি  গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

পুতিন বলেছেন, রাশিয়া শস্য চুক্তিতে ফিরে আসতে পারে যদি পশ্চিমারা একই সময়ে রাশিয়ার খাদ্য ও সার রফতানির সুবিধার্থে জাতিসংঘের সঙ্গে একটি পৃথক সমঝোতায় রাজি হয়।

যদিও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় খাদ্য ও সার নেই। কিন্তু মস্কো বলেছে, অর্থ বিনিময়, রসদ এবং বিমার ওপর বিধিনিষেধ এগুলো রফতানিতে বাধা সৃষ্টি করেছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে চুক্তিটি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে।

মস্কোর অন্যতম প্রধান দাবি হলো রাশিয়ার কৃষি ব্যাংককে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের সঙ্গে পুনরায় সংযুক্ত করা। আগ্রাসনের প্রতিক্রিয়ায় আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার অংশ হিসেবে ২০২২ সালের জুনে সুইফট ব্যবস্থা ব্যবহারে রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন।