শিগগিরই ইউক্রেনের পাশে দাঁড়াবে পোল্যান্ড ও স্লোভাকিয়া : স্টোলটেনবার্গ

১৫ অক্টোবর পোল্যান্ডের জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনের পরই যুদ্ধে আক্রান্ত ইউক্রেনের পাশে দাঁড়াবে পোল্যান্ড ও    স্লোভাকিয়া। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এমন মন্তব্য করেন। 

স্টোলটেনবার্গ কোপেনহেগেনে এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের সামরিক সমর্থনকে খাটো করে দেখবে না পোল্যান্ড ও স্লোভাকিয়া। এ বিষয়ে আমি নিশ্চিত। তারা বৈরিতা অবসানে অবশ্যই কোনও উপায় খুঁজে বের করবে।

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ন্যাটো সদস্য স্লোভাকিয়া মিগ-২৯ যুদ্ধবিমান ও একটি এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইউক্রেনে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রক্ত চক্ষু উপেক্ষা করে পোল্যান্ডও পাশে ছিল ইউক্রেনের। তবে শস্য রফতানি সংক্রান্ত জটিলতায় কিয়েভের সঙ্গে এই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ইউক্রেনকে আর অস্ত্র না দেওয়ার ঘোষণা দেয় পোল্যান্ড সরকার। 

স্টোলটেনবার্গ বলেন, দেশ দুটিতে যে সরকারই থাকুক না কেন, আমরা আলোচনা করবো। আমি নিশ্চিত ইউক্রেনকে সমর্থন করার উপায় খুঁজে বের করতে পারবো।