গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের মিত্ররাও দায়ী: এরদোয়ান

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অবিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।  ইস্তাম্বুলে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধের পেছনে মূল অপরাধী পশ্চিমা মিত্ররা।’

সমাবেশে লাখো জনতার সামনে ভাষণে তুর্কি প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি বর্বরতার কঠোর নিন্দা জানান। এ সময় হুঁশিয়ার করে বলেন, ‘ইসরায়েলকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করবো। এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।’

বিশাল সমাবেশে এরদোয়ান দাবি করেন,  ‘হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। হামাস গাজার প্রতিরোধ গোষ্ঠী।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সমাবেশে অন্তত দেড় লাখ লোক সমবেত হন। এ সময় তুর্কিদের ফিলিস্তিন এবং তুরস্কের পতাকা নাড়তে দেখা যায়।

সমাবেশ থেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের বিমান হামলার শুরু থেকে বিরোধিতা করে আসছেন তিনি। স্থল অভিযানেরে বিরুদ্ধে অবস্থান নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে আসছেন এরদোয়ান। বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।