রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অচলাবস্থায়, আলোচনার আহ্বান লুকাশেঙ্কোর

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রণক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেন একটি অচলাবস্থায় রয়েছে এবং দুই পক্ষের উচিত সংঘাত অবসানের জন্য আলোচনায় বসা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত এই নেতা রবিবার (২৯ অক্টোবর) এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লুকাশেঙ্কো বলেছেন, উভয় পক্ষের অনেক সমস্যা রয়েছে। সাধারণভাবে তারা গুরুতর অচলাবস্থায় পড়েছে। কেউ কিছু করতে পারছে না। কেউই নিজের অবস্থান শক্তিশালী বা এগিয়ে যেতে সক্ষম হচ্ছে না।

তিনি আরও বলেছেন, তারা মুখোমুখি অবস্থান নিয়ে আছে। মানুষ মারা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ বলেছে, চলতি সপ্তাহে ডনেস্ক অঞ্চলের আভদিভকা শহরে নতুন আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ সেনারা। প্রায় এক বছর ধরে রণক্ষেত্রের সম্মুখভাগে খুব একটা পরিবর্তন আসেনি।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণে রাশিয়াকে বেলারুশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহারের দাবি আলোচনার টেবিলে সমাধান হওয়া উচিত, যাতে করে কাউকে মৃত্যুবরণ করতে না হয়।

লুকাশেঙ্কো বলেন, আমাদের আলোচনায় বসতে হবে এবং একটি সমঝোতায় আসতে হবে। আগে আমি যেমন বলেছিলাম: কোনও পূর্ব শর্ত প্রয়োজন নেই। মূল বিষয় হলো ‘থামো’ নির্দেশ দেওয়া।

শনিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৬০টি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের এক বৈঠকে নিজের ১০ দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেছেন। এতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে দেওয়াকে যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে।