যুদ্ধে অচলাবস্থার ইউক্রেনীয় দাবি প্রত্যাখ্যান রাশিয়ার

ইউক্রেনীয় সেনাপ্রধান প্রায় দুই বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে মস্কো। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পরিস্থিতি অচলাবস্থায় পৌঁছায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া অবিচলভাবে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। যে সব লক্ষ্য স্থির করা হয়েছিল তা অর্জন করতে হবে। পরিস্থিতি কোনও অচলাবস্থায় পৌঁছায়নি।

ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ ও অচলাবস্থায় পৌঁছেছে।

তিনি বলেছেন, ‘প্রথম বিশ্ব যুদ্ধের মতো আমাদের প্রযুক্তি নিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে তা আমাদের অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। মূলত প্রধান অস্ত্র যেমন ক্ষেপণাস্ত্র, গোলা- এগুলো খুব গুরুত্বপূর্ণ যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য খুব জরুরি। সবচেয়ে বেশি দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানের ২০তম মাসে এসেও যুদ্ধ থামার কোনও ইঙ্গিত দেখতে পাচ্ছেন না বিশ্লেষকরা। জুন মাসে ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করলেও খুব বেশি ভূখণ্ড তারা পুনরুদ্ধার করতে পারেনি।

সম্প্রতি ইউক্রেনের কয়েকটি শহরে নতুন আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী। তারাও সফল হতে পারছে না। গত এক বছরে রণক্ষেত্রে সীমানার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।