কালুগায় নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো রাশিয়া

মস্কো থেকে দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলের কোজেলস্ক ঘাঁটিতে একটি  নতুন ইয়ার্স আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে।

রাশিয়ার দাবি, ইয়ার্স ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের যেকোনও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে পারবে। ২০০০ দশকে নির্মিত এই ক্ষেপণাস্ত্র একাধিক থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে।

রুশ বার্তা সংস্থার খবরে  বলা হয়েছে, কোজেলস্ক রেজিমেন্টে এই নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সেস ইয়ার্স ক্ষেপণাস্ত্র দ্বারা নিজেদের আধুনিকায়ন করছে। এই উদ্যোগ কোজেলস্ক থেকে শুরু হলো। 

এর আগে এই ক্ষেপণাস্ত্রের ভ্রাম্যমাণ সংস্করণ অন্যান্য রেজিমেন্টে মোতায়েন করা হয়েছিল।