ফ্রান্সে ব্ল্যাক ফ্রাইডের সেলে পোশাক কেনা নিয়ে বিতর্ক

ব্ল্যাক ফ্রাইডের অফারমূল্যে পোশাক কিনতে নিরুৎসাহিত করেছে ফ্রান্স। বাৎসরিক ছাড়মূল্যে পোশাক কেনার প্রবণতাকে নিরুৎসাহিত করার জন্য এই প্রচারণা চালাচ্ছে ফ্রান্স সরকার। এদিকে, সেল চলাকালীন পোশাক কেনা-বেচার করার মাধ্যমে প্রচুর টাকা অর্থনীতিতে প্রবেশ করবে বলে মনে করছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সম্প্রতি এক বিজ্ঞাপনে দেখা গেছে, জনৈক ব্যক্তি অফারমূল্যে পোশাক কিনতে নিষেধ করছেন। বিজ্ঞাপনে দেওয়া বার্তায় তিনি বলছেন, আমাদের অর্থনীতিকে বাঁচান এবং এই পৃথিবীকে বাঁচান। এই প্রচারণার পেছনে ছিলেন পরিবেশ বিষয়ক মন্ত্রী ক্রিস্টোফ বেক।

এদিকে, এই ধরনের প্রচারণাকে সমালোচনা করেছে ফ্রান্স সরকারের অন্যান্য মন্ত্রণালয়। অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে এই ধরনের প্রচারণাকে ‘অপরাধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি ‘সৎ ব্যবসার ক্ষতি করবে’।

উল্লেখ্য জীবনযাত্রার সংকট মোকাবেলা করার চেষ্টা করছে দেশটির অর্থমন্ত্রণালয়। তারা মনে করেন, মৌসুমি বিক্রির মাধ্যমে অর্থনীতিতে আরও সচল হবে।

এদিকে বৃহস্পতিবার ক্রিস্টোফ বলেন, এই প্রচারণা ভুলদিকে ইঙ্গিত করছে। তিনি বলেন, আমাদের এই বার্তা ফিজিকাল স্টোরের  পরিবর্তে অনলাইন ব্যবসাকে লক্ষ্য করে হওয়া উচিত ছিল। তবে এই ধরনের প্রচারণা আর করা হবে না বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদন থেকে জানা যায়, অক্টোবর থেকে পোশাক ও জুতা মেরামতে যথাক্রমে ৭২৪ টাকা ও তিন হাজার ১৬ টাকা ভর্তুকি দিয়েছে ফ্রান্স সরকার। আগামী পাঁচ বছরে বোনাস তহবিলে ১৫ কোটি ৪০ লাখ ইউরো অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

এদিকে, ফরাসি এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি ম্যানেজমেন্ট এজেন্সি এবং পরিবেশগত বিষয়ের সঙ্গে জড়িত মন্ত্রণালয়কে অবিলম্বে এই ভিডিওটি সরিয়ে নিতে বলা হয়েছে। সেই সঙ্গে ফ্যাশন ও বাণিজ্য সেক্টরের পরিবর্তনের বিষয়ে ইতিবাচক কাজ করার কথা বলা হয়েছে।