জি-৭ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি কথা বলছেন গ্রুপ অব সেভেনের (জি-৭) নেতারা। বুধবার (০৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সমর্থনের জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জাপান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাপান সরকারের এক কর্মকর্তা বলেন, জি-৭ এর সদস্য হিসেবে জাপান ইউক্রেনের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েল-হামাস সংঘাতের কারণে ইউক্রেন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন সরে না যায়, তাই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জাপানের ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে জি-৭। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এর বেশি কিছু বলেননি এই কর্মকর্তা।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা করবে জি-৭ এর নেতারা।

জি-৭ এর সদস্য দেশ জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যাতে অর্থ ব্যয় করতে না পারে সে লক্ষ্যে গত  মে মাসে দেশটির রফতানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিল জোটটি।