কঠিন পরীক্ষার মুখোমুখি জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিমা সমর্থন পুনরুজ্জীবিত করতে কঠিন পরীক্ষার মুখোমুখি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আটকে থাকা ৬ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন ত্বরান্বিত করতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরু হওয়ার পর এটি হতে যাচ্ছে ওয়াশিংটনে ইউক্রেনীয় নেতার তৃতীয় সফর। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

এ তহবিল অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আহ্বান জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষা নীতিতে পরিবর্তনের জন্য রিপাবলিকানদের দাবির মুখে তা আটকে আছে।

বিবিসি বলছে, ওয়াশিংটন সফরের সময় প্রতিনিধি পরিষদের নতুন রিপাবলিকান স্পিকার মাইক জনসনের সঙ্গে আলোচনা করবেন জেলেনস্কি।

ইতোমধ্যে রবিবার আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিবিসি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ কিয়েভের যোগদানের আবেদনের অগ্রগতির বিরোধিতা করেছেন অরবান। আশঙ্কা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষ দিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে কূটনৈতিকভাবে তেমন কোনও সাফল্য পাবেন না জেলেনস্কি।

ইউক্রেনের জন্য প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রাসেলসে জড়ো হবেন ইইউ নেতারা।

তবে সাফল্যের কোনও নিশ্চয়তা না থাকার পরও বিশ্লেষকরা একে কিয়েভের ইইউ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে পরবর্তী ধাপ হিসেবে দেখছেন।

ইইউ’র পক্ষ থেকে ঋণ ও অনুদান হিসেবে ৫ হাজার ৩৮০ কোটি ডলারের একটি আর্থিক সহায়তার প্যাকেজও অনুমতির অপেক্ষায় রয়েছে।