দুর্নীতির অভিযোগে ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী ও উপদেষ্টা বরখাস্ত

দুর্নীতির অভিযোগে ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী ডাভর ফিলিপোভিচ এবং তার উপদেষ্টা জুরিকা লোভরিনসেভিসকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি খবরটি জানিয়েছে। 

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ স্থানীয় সময় মঙ্গলবার জানান, তিনি অর্থমন্ত্রী ডাভর ফিলিপোভিচ ও উপদেষ্টা জুরিকা লোভরনিসেভিসকে বরখাস্ত করেছেন। তিনি বলেন, ফিলিপোভিচের ওপর আস্থা হারিয়েছেন, শীঘ্রই নতুন অর্থমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। 

এক সংবাদ সম্মেলনে প্লেনকোভিচ বলেন, আমরা গণমাধ্যমে যে বর্ণনা দেখেছি, তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক মন্ত্রীর উপদেষ্টা এবং একজন সাংবাদিকের মধ্যে যে চিঠিপত্র আদান-প্রদান হয়েছে তা ব্যাপক  ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য,ন্যাসিওনাল ম্যাগাজিন জানায়, রাজধানী জাগরেবের একটি টেলিভিশন স্টেশনের সঙ্গে লোভরিনসেভিচের নিয়মবহির্ভূত চুক্তি রয়েছে। এরপর পরই  অর্থমন্ত্রী ও তার উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেন আন্দ্রেজ প্লেনকোভিচ।

ন্যাসিওনাল ম্যাগাজিন সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন, অর্থমন্ত্রী ডাভর ফিলিপোভিচের উপদেষ্টা জুরিকা লোভরিনসেভিচ  এক টেলিভিশনকে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং সংস্থার বিলবোর্ড ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছেন।  সেই সঙ্গে ভাড়ার অর্ধেক  তার অ্যাকাউন্টে জমা দেওয়ার অনুরোধ করেছেন।