তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধের আহ্বান রাশিয়ার

তুরস্ক ও সিরিয়ার মধ্যবর্তী সীমান্ত বন্ধের আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করার জন্য এ সীমান্ত ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় খুব জরুরি একটি কাজ হচ্ছে বাইরে থেকে সন্ত্রাসীদের রসদ আসা বন্ধ করা। এজন্য সিরিয়া-তুরস্ক সীমান্ত বন্ধ করে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ এ সীমান্ত দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অস্ত্রের চালান পাচ্ছে।

মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

উল্লেখ্য, সিরিয়া ইস্যুতে তুরস্ক ও রাশিয়ার অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে। রাশিয়া আসাদ সরকারকে সমর্থন দিলেও আসাদের ঘোর বিরোধী প্রতিবেশী তুরস্কসহ পশ্চিমা দেশগুলো। এ নিয়ে বিরোধের জেরে নিজ আকাশসীমায় রুশ বিমান বিধ্বস্ত করে তুরস্ক। বিষয়টি নিয়ে দুই দেশের বিরোধ চরমে পৌঁছায়। সূত্র: ইয়াহু।

/এমপি/