ফিনল্যান্ড সীমান্তে নতুন হাউইটজার মোতায়েন করছে রাশিয়া

ফিনল্যান্ড ও নরওয়ের সীমান্তবর্তী উত্তর সামরিক জেলায় নতুন হাউইটজার মোতায়েন করবে রাশিয়া। বুধবার (২৭ ডিসেম্বর) এই আর্টিলারি অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছেন রোস্টেকের প্রধান সের্গেই চেমেজভ। জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম জেপোস্ট এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোস্টেকের প্রধান সের্গেই চেমেজভ বলেন, নতুন কোয়ালিশন-এসভি স্ব-চালিত আর্টিলারি ইউনিটগুলোর পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। এগুলোর উৎপাদন কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, ২০২৩ সালের শেষ নাগাদ উত্তর সামরিক জেলায় প্রথমবারের মতো পাইলট পাঠানো হবে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালে উত্তরাঞ্চলীয় নৌবহরের অবস্থান পরিবর্তন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্কটিক ও উত্তর সামরিক জেলা এর দায়িত্বে ছিল। পরে মুরমানস্ক অঞ্চলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যা এখন ফিনল্যান্ড ও নরওয়ের সঙ্গে সীমানা ভাগ করেছে।