পশ্চিমাদের উচিত ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া: পোল্যান্ড

রাশিয়ার আক্রমণ রুখে দিতে পশ্চিমাদের উচিত ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া। বুধবার (০৩ জানুয়ারি) ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়াকে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলেছেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি। তুরস্কের সংবাদমাধ্যম এনিউজ এ খবর জানিয়েছে।

পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি বলেন, মঙ্গলবার ইউক্রেনের দুটি বড় শহরে হামলা করেছে রাশিয়া। এই আক্রমণে অন্তত পাঁচজন ইউক্রেনীয় নাগরিক মারা গেছেন। এই পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমাদের বেশি বেশি করে সামরিক সহায়তা সরবরাহ করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি আরও বলেন, ইউক্রেন আক্রমণের জবাবের ভাষায় এমন হওয়া উচিত যেটা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুঝতে পারেন। আর নতুন অস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করতে না পারেন। তাই পশ্চিমাদের ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উচিত।