গাজায় ইসরায়েলি গণহত্যা ইস্যুতে আইসিজের শুনানি শুরু

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গাজায় ইসরায়েলি গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বিচার মন্ত্রী রোনাল্ড লামোনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের সময়সূচির উপর ভিত্তি করে স্থানীয় সময় সকাল ৯টায় ইসরায়েলি গণহত্যার শুনানি শরু হয়েছে। উদ্‌বোধনী বক্তব্য দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচার মন্ত্রী রোনাল্ড লামোনা। আজকের শুনানি তিন ঘণ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা প্রত্যাখ্যান করতে বিদেশি কূটনীতিকদের চাপ দিয়েছে ইসরায়েল।