ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনজুড়ে বিভিন্ন বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৮ জানুয়ারি) ইউক্রেনের বিমানবাহিনী এসব হামলার কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে গুরুত্বপূর্ণ সামরিক, জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে হামলার সংখ্যা বাড়িয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, মধ্যাঞ্চলীয় পল্টাভা অঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্বাঞ্চলে ডনেস্কতে তিনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পল্টাভা অঞ্চলের গভর্নর ফিলিপ প্রনিন টেলিগ্রামে লিখেছেন, হামলাটি ক্রেমেন্চুকের শিল্পাঞ্চল লক্ষ্য করে চালানো হয়েছে। এতে আগুন লেগেছে।

দক্ষিণ-পূর্বের জাপোরিজ্জিয়া অঞ্চলের গভর্নর ইউরি মালাশেকা বলেছেন, একটি অবকাঠামোতে ড্রোন হামলা হয়েছে। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তবে হামলার বিস্তারিত বা হতাহতের বিষয়ে কিছু জানাননি।

ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার উড্ডয়ন করা আটটি ড্রোনের মধ্যে চারটি ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে রাশিয়া এসব হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।