ইউরোপীয় সহযোগিতা অনুমোদনের পর উচ্ছ্বসিত জেলেনস্কি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনকে ৫ হাজার ৪শ কোটি ডলার সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়ায় উচ্ছ্বসিত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্ট ব্লকের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছেন।

ওই পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘২০২৪ থেকে ২০২৭ সাল মেয়াদে ইউক্রেনকে ৫ হাজার ইউরো সহায়তা অনুমোদনের জন্য চার্লস মিশেল ও অন্যান্য ইইউ নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

এই প্যাকেজে ব্লকটির সব নেতাদের অনুমোদন দেওয়ার বিষয়টিতে জোর দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ইইউ ব্লকের ২৭ সদস্যের সম্মিলিত এই সিদ্ধান্তটি অনেক তাৎপর্যপূণ। এই সিদ্ধান্ত পশ্চিমাদের ঐক্যকেই প্রমাণ করে।

তিনি আরও বলেন, ইইউ’র অব্যাহত আর্থিক সহায়তা ইউক্রেনের দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

বৃহস্পতিবার ইউক্রেনকে আরও ৫ হাজার ৪শ কোটি ডলার মূল্যের সহায়তা দিতে সম্মত হয়েছেন ব্লকের নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইইউ নেতাদের কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ২৭ ইইউ সদস্যই ইউক্রেনের জন্য আরও ৫ হাজার ৪শ কোটি ডলার সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জন্য অটুট, দীর্ঘমেয়াদি এবং অনুমানযোগ্য তহবিল এটি।’