সেনাপ্রধানকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন জেলেনস্কি?

ইউক্রেনের জনপ্রিয় সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করা নিয়ে গুজব উঠেছে। কারণ গত সপ্তাহে জালুঝনিকে পদত্যাগ করতে বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু জেলেনস্কির এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশটিতে জনপ্রিয় এই সেনাপ্রধান। প্রেসিডেন্টের অনুরোধ অমান্য করায় ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করা হবে কিনা সেই বিষয় নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ইউক্রেনস্কা প্রাভদা সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন কিয়েভ সফর করার পর জালুঝনিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন জেলেনস্কি। তবে সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, এই দাবি সত্য নয়।

জালুঝনিকে বরখাস্ত করার বিষয়ে জেলেনস্কির মুখপাত্র সের্হি নিকিফোরভ বলেন, এ বিষয় নিয়ে কথা বলার কিছু নেই। কাউকে বরখাস্ত করা হয়নি। তবে বেশ কয়েকজন পর্যবেক্ষকের জালুঝনিকে বরখাস্ত করার বিষয়ে সন্দেহ রয়েছে।

বিশ্লেষক ভলোদিমির ফেসেনকো আল জাজিরাকে বলেন, জালুঝনিকে সেনাবাহিনী ছেড়ে স্বেচ্ছায় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের দায়িত্বে যাওয়ার কথা বলা হয়েছিল। জালুঝনি সেখানে যেতে রাজি হননি। তাই তাকে বরখাস্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আর সেজন্যই বিষয়টি থেমে গেছে। কিন্তু এই অব্যাহতি সময় ও পরিস্থিতির ওপর নির্ভরশীল।

জালুঝনিকে বরখাস্ত করতে চাওয়ার কারণ উল্লেখ করে ফেসেনকো বলেন, জালুঝনি ও জেলেনস্কির মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। কারণ গ্রীষ্মকালের ব্যর্থ পাল্টা আক্রমণ এবং যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগের সমস্যাগুলো দ্বন্দ্ব বাড়াচ্ছে। বিশেষ সামরিক অভিযানে রাশিয়া সফল হওয়ার সঙ্গে সঙ্গে এই দ্বন্দ্বগুলো আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।