বাখমুত ও আভদিভকায় এগোচ্ছে রুশ বাহিনী

রাশিয়ার সেনারা ডনেস্ক অঞ্চলের বাখমুত ও আভদিভকায় অগ্রগতি অর্জন করেছে। যুদ্ধের দুই বছর পূর্তির আগে রুশ বাহিনীর এই অগ্রগতির খবর সামনে এলো। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, মস্কোর সেনারা আভদিভকার দিকে এগিয়েছে। গত কয়েক দিনে তারা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক পর্যন্ত পৌঁছে গেছে।

থিংক ট্যাংকের পর্যালোচনায় আরও বলা হয়েছে, রবিবার বাখমুতের দক্ষিণ-পশ্চিম দিকে সামান্য এগিয়েছে রুশ সেনারা।

রবিবার রুশ সামরিক ব্লগাররা বাখমুতের উত্তরপশ্চিমদিকে এবং আভদিভকার উত্তরপশ্চিম উপকণ্ঠের দিকে রাশিয়ার অগ্রগতির কথা জানিয়েছে বলে আইএসডব্লিউয়ের পর্যালোচনা তুলে ধরা হয়েছে।

ইউক্রেনীয় সাংবাদিক ইউরি বুটুসভ সোমবার বলেছেন, আভদিভকার প্রবেশপথ থেকে মাত্র ১ হাজার ২০০ মিটার দূরে রয়েছে রাশিয়ার সেনারা। ধ্বংসযজ্ঞ ভয়াবহ, আমাদের সেনারা সর্বশক্তি দিয়ে লড়ছে।

রাশিয়া ও ইউক্রেনের লড়াইয়ে বাখমুত ও আভদিভকা শহর বিপর্যস্ত। ২০২২ সালের শেষদিকে থেকে বাখমুতে লড়াই তীব্র হয় এবং ২০২৩ সালের মে মাসে রাশিয়া শহরটি দখল করে।

গত বছর অক্টোবরের শুরুতে বাখমুত থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আভদিভকা দখলে অভিযান শুরু করে রাশিয়া। এটি ইউক্রেনের একটি শক্ত ঘাঁটি বলে বিবেচনা করা হয়। প্রায় একদশক ধরে শহরটির প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা। 

শহরটি দখলের অভিযানে রাশিয়াকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইতোমধ্যে বিপুল সংখ্যক সেনা ও সরঞ্জাম হারিয়েছে তারা। তবে এখন পর্যন্ত আভদিভকা দখল করতে পারেনি তারা।