যুক্তরাষ্ট্রে ফুটবল লিগের জয় উদযাপনকে কেন্দ্র করে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাসে ফুটবল লিগের জয় উদযাপনকে কেন্দ্র করে অজ্ঞাতদের করা বন্দুক হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল ) বার্ষিক  চ্যাম্পিয়নশিপ ‘সুপার বোল’ এর বিজয় র‍্যালির কাছে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান স্টেসি গ্রেভস বলেছেন, বিজয় উপলক্ষে লাল রঙের জার্সি পড়ে প্যারেডে অংশ নিয়েছিল সমর্থকরা। পরে শহরটির ল্যান্ডমার্ক ইউনিয়ন স্টেশনের কাছে জড়ো হন সবাই। তখনই বন্দুক সহিংসতার ঘটনাটি ঘটেছে।

গ্রেভস বলেছেন, এই বন্দুক সহিংসতার পেছনে কারণ কী তা এখনও জানা যায়নি। এঘটনায় জড়িত সন্দেহভাজন তিনজনকে ‘তদন্তের জন্য’ আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকের গুলিতে বা পরবর্তী বিশৃঙ্খলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মারা যান। আরেকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৬ বছরের কম বয়সী ১১ জন শিশু ছিল।

স্থানীয় রেডিও স্টেশন কেকেএফআই নিহত ব্যক্তিকে লিসা লোপেজ হিসেবে শনাক্ত করেছে। তিনি স্টেশনটির অন্যতম ডিস্ক জকি এবং ‘টেস্ট অব তেজানো’ অনুষ্ঠানের হোস্ট ছিলেন।

রয়টার্স বলছে, সহিংসতার কয়েক ঘণ্টা পরও সেখানকার পরিস্থিতির সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।