ইআইইউ গণতন্ত্র সূচকে ২ ধাপ পেছালো বাংলাদেশ

দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর ২০২৩ সালের গণতন্ত্র সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৫তম। ২০২২ সালে ঢাকার অবস্থান ছিল ৭৩তম।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ জারি রয়েছে।

বিভিন্ন দেশের গণতন্ত্রান্ত্রিক শাসনব্যবস্থাকে চার ভাগে ভাগ করেছে ইআইইউ। এগুলো হলো- পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা।

২০২৩ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৮৭। সবচেয়ে কম স্কোর নাগরিক স্বাধীনতায়, ৪ দশমিক ৭১। রাজনীতিতে অংশগ্রহণে ৫ দশমিক ৫৬ এবং সবচেয়ে বেশি স্কোর এসেছে নির্বাচনি প্রক্রিয়া ও বহুত্ববাদে। এখানে পেয়েছে ৭ দশমিক ৪২।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত (৪১তম) ও শ্রীলঙ্কা (৭০তম)। তালিকায় বাংলাদেশের পরে রয়েছে ভূটান (৮১তম), নেপাল (৯৮তম) ও পাকিস্তান (১১৮তম)।

৯ দশমিক ৮১ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড। তলানিতে (১৬৭তম) রয়েছে আফগানিস্তান। দেশটির স্কোর শূন্য দশমিক ২৬। যুক্তরাজ্য ১৮তম ও যুক্তরাষ্ট্র ২৯তম অবস্থানে রয়েছে। রাশিয়ার অবস্থান ১৪৪তম। আর চীনের অবস্থান ১৪৮তম।