যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে বিস্ফোরণ, এক দমকলকর্মী নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভার্জিনিয়ার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় এক দমকলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাদের মধ্যে ৯জনই দমকলকর্মী এবং বাকি ২ জন বেসামরিক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরতলির একটি বাড়িতে গ্যাস লিক তদন্ত করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

ফায়ার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার সময় গ্যাস লিকের একটি রিপোর্ট আসে তাদের কাছে। খবর পেয়েই ভার্জিনিয়ার স্টার্লিং-এর বাড়িটিতে ছুটে যান অগ্নিনির্বাপক কর্মীরা। বাড়িটিতে কর্মীরা প্রবেশ করার অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ওই বাড়ি থেকে রিপোর্ট করার সময় থেকে প্রায় ৩০ মিনিটের মধ্যেই ঘটেছে।

এক সংবাদ সম্মেলনে লাউডন কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ-এর সহকারী চিফ অব অপারেশন জেমস উইলিয়ামস বলেছেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সময় দমকলকর্মীরা ভবনটির ভেতরে ছিলেন।

উইলিয়ামস বলেছিলেন, ‘দমকলকর্মীরা ভবনটির ভেতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই বাড়িটি বিস্ফোরিত হয়।’

উইলিয়ামস বলেছেন, এ দুর্ঘটনায় এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও নয় দমকলকর্মী। এছাড়া, আরও দুই বেসামরিক ব্যক্তিকে অল্প থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে ‘একেবারে বিধ্বংসী’ হিসেবে বর্ণনা করেছেন উইলিয়ামস। তিনি বলেছেন, ‘আমাদের সব দমকলকর্মী ভবনটির বাইরে মোতায়েন রয়েছেন। সেখানকার রাস্তায় এবং আশেপাশের বাড়ির সামনে একটি ধ্বংসাবশেষ পড়ে আছে।’ 

উইলিয়ামস বলেন, বিস্ফোরণ  ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ওয়াশিংটন থেকে স্টার্লিং প্রায় ২২ মাইল (৩৫ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত।