ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা  আরও বেড়েছে। এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন বলে রবিবার (৩ মার্চ) জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ হামলার একদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের প্রধান জরুরি পরিষেবার একটি স্থানীয় শাখা রবিবার বলেছে, ওডেসার ধ্বংসস্তূপে আরও চারজন আটকা পড়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্তদের জন্য এক দিনের শোক ঘোষণা করে স্থানীয় গভর্নর ওলেহ কিপার বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়া মানুষকে খুঁজছেন উদ্ধারকর্মীরা।

শনিবারের ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা করে রুশ বাহিনী। ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে।

শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছিল রাশিয়া। এই ড্রোন ইরানের তৈরি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই এই দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা করে আসছে রাশিয়া।