যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হচ্ছেন সাবেক সেনাপ্রধান জালুঝনি

যুক্তরাজ্যে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইউক্রেনের সাবেক সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালোরি জালুঝনিকে। বৃহস্পতিবার (৭ মার্চ) তাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা করায় ২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভেদিম প্রিস্তাইকোকে বরখাস্ত করা হয়। এরপর থেকে পদটি ফাঁকাই ছিল। সেখানে রাষ্ট্রদূত হিসেবে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল জালুঝনিকে নিয়োগের জন্য যুক্তরাজ্যের কাছে অনুরোধ পাঠানো হয়েছে।

নিয়োগের সময় জেলেনস্কি দাবি করেন, পদটির প্রতি আগ্রহ দেখান জেনারেল জালুঝনি। কারণ কূটনীতির এই বিষয়টিকেও চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি।  

গত মাসে সেনাপ্রধান পদ থেকে বরখাস্ত করা হয় জালুঝনিকে। অথচ সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তিনি ছিলেন দক্ষ ও জনপ্রিয়। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর ২০২২ সাল থেকেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জালুঝনি।

ধারণা করা হয়, জালুঝনিকে জেলেনস্কির সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতো। এছাড়া জনপ্রিয়তা ও দক্ষতার দিক দিয়েও জেলেনস্কিকে ছাড়িয়ে যাচ্ছিলেন তিনি। সে সময় তাদের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেয়। আর এ কারণেই বরখাস্ত হতে হয় তাকে। পরে তার স্থলাভিষিক্ত হন ওলেক্সান্ডার সিরস্কি।

সেনাপ্রধান হিসেবে জালুঝনিকে বরখাস্তের পর, নতুন নিয়োগ তার জন্য পুরস্কার নাকি রাজনৈতিক খেলা, সেটা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। কারণ সাবেক সেনাপ্রধানের কূটনৈতিক অভিজ্ঞতা নেই। অবশ্য ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে জেলেনস্কিরও এ সম্পর্কে কোনও ধারণা ছিল না বলেও উল্লেখ করেছেন তারা।