ইউক্রেন ইস্যুতে বৈঠক করবে পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্স

ইউক্রেন ইস্যু নিয়ে বৈঠক করতে যাচ্ছে পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্স। শুক্রবার (১৫ মার্চ) জার্মানির বার্লিনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় ইউক্রেনকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করবেন দেশত্রয়ের নেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় অংশ নিতে যাচ্ছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বৈঠক করেছিলেন তুস্ক। আলোচনা শেষে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিভিপি ইনফোকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে অংশীদারদের এক করার বিষয়ে বাইডেনের সঙ্গে আলাপ করেছি। শুক্রবার ওয়েমার ট্রায়াঙ্গেলে তাদেরকে (পোল্যান্ড, জার্মান ও ফ্রান্সের জোট) আলোচনার আহ্বান জানিয়েছি। তুস্ক পোল্যান্ডের ক্ষমতায় আসার পর এবারই প্রথম জোটটির শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জার্মান সরকারের এক সূত্র জানিয়েছে, তুস্কের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার আগে নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন শলৎস ও ম্যাক্রোঁ।

এই আলোচনাকে ঘিরে ফ্রান্স ও জার্মান নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কেননা, ইউক্রেনে স্থল সেনা মোতায়েনের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না ম্যাক্রোঁ।

এর আগে, পোলিশ সরকার গঠনের পর গত বছরের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ওয়েমার ট্রায়াঙ্গেল বৈঠক হয়েছিল। ওই বৈঠকে তিনটি দেশই নিজেদের মধ্যকার সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিল।